হাতি ও মানুষের সংঘাত নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদন ঃডুয়ার্সের চা বলয়ে হাতি ও মানুষের সংঘাত প্রতিদিনকার ঘটনায় পরিণত হয়েছে। হাতি ও মানুষের সংঘাত রুখতে মঙ্গলবার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া এন আই সিতে বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেই কর্মশালায় ২০ টি চা বাগানের ২০০ জন অংশগ্রহণ করে। এছাড়া চা বাগান কতৃপক্ষের তরফেও একজন করে প্রতিটি চা বাগান থেকে অংশগ্রহণ করে । কর্মশালায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর, ডেপুটি ফিল্ড ডাইরেক্টর উপস্থিত ছিলেন ।চা বাগানে বুনো হাতি সহ বন‍্যপ্রাণী আক্রমণ করলে কি করণীয় এই বিষয়ে কর্মশালায় আলোচনা হয় ।