
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৪ অক্টোবরঃ দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে যার আধিপত্য ছিল গরুমারার জঙ্গলে সে চলে গেল না ফেরার দেশে। সে আর কেও নয়, গরুমারা জঙ্গলের এক গন্ডার। গন্ডারটির দাদাগিরি দেখে বনকর্মীরা তার নাম রেখেছিলেন ডন। বুধবার সকালে এক জলা জমি থেকে উদ্ধার হয় ডনের মৃতদেহ। ডনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গরুমারা জঙ্গলের বনকর্মীদের মধ্যে।

এদিন সকালে জঙ্গলে টহল দেওয়ার সময় নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের কাছে গরুমারা জঙ্গলের জিরো বাধ এলাকার একটি জলা জমিতে মৃত অবস্থায় এক গন্ডারকে পড়ে থাকতে দেখেন বনকর্মীরা। মৃত গন্ডারের কাছে গিয়ে দেখেন মৃতদেহটি ডনের। মৃত গন্ডারের বয়স আনুমানিক ৩৫ বছর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও নিশা গোস্বামী ও নাগরাকাটা থানার পুলিশ। জানাগেছে, মৃত গন্ডারটির দাপট এতটাই ছিল যে জঙ্গলের অন্য কোন গন্ডার তার ধারে কাছে আসার সাহসই পেত না। ডনের কারনেই একাধিক গন্ডার গরুমার জঙ্গল ছেড়ে অন্যত্র ঘাটি গেড়েছে। তার দাপট দেখেই বনকর্মীরা গন্ডারটির নাম রেখেছিলেন ডন।
এদিন ঘটনাস্থলে এসে মৃত গন্ডারের শরীরের পরীক্ষা করেন বনকর্মীরা। চোরা শিকারীদের গুলিতে মৃত্যু হয়েছে কিনা তা যাচাই করতে মৃত গন্ডারের শরীরে মেটাল ডিটেক্টার দিয়ে পরীক্ষা করান হয়। প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান, বয়স জনিত কারনেই মৃত্যু হয়েছে ডনের। এদিন ময়না তদন্ত হয়েছে মৃত গণ্ডারের।