
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৪ অক্টোবরঃ নবান্ন সভাকক্ষ থেকে ভার্চুয়ালী উদ্বোধন হোল উত্তরবঙ্গের ৬৯ টি দুর্গাপূজো। বুধবার বিকেলে ভার্চুয়ালী উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়ি পুর ও মহকুমা এলাকার মোট ৭ টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলো হোল সেন্ট্রাল কলোনী দুর্গাপুজো কমিটি, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ, জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার, লোয়ার বাগডোগরা দুর্গাপুজো কমিটি ও বিধাননগর আনারস ব্যবসায়ী সমিতি দুর্গাপূজো কমিটি।

এদিন নবান্ন থেকে পুজোর উদ্বোধন হলেও সিংহভাগ পুজোমন্ডপের কাজ রয়েছে প্রাথমিক পর্যায়ে। মন্ডপে প্রতিমা যাওয়া তো দূরস্থ, অনেক ক্লাবে মন্ডপ তৈরীর বাঁশ পর্যন্ত পড়েনি। এই প্রসঙ্গে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, উত্তরবঙ্গে পুজোমন্ডপ তৈরির কাজ শেষ না হলেও মুখ্যমন্ত্রী প্রতিকী উদ্বোধন সেরে রাখলেন। তিনি আশাবাদি, সঠিক সময়েই পুজোমন্ডপ তৈরির কাজ শেষ হয়ে যাবে। এদিনই উত্তরবঙ্গের প্রতিটি ক্লাবকেই রাজ্যের তরফ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে।