প্রয়াত প্রদীপ নন্দী স্মরনে সভা

নিজস্ব প্রতিবেদন ঃসম্প্রতি শিলিগুড়িতে রক্তদান আন্দোলনের কর্মী তথা সমাজসেবী প্রদীপ নন্দী প্রয়াত হন।তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত। বেঁচে থাকার সময় মুমূর্ষু অসহায় মানুষের জন্য নিয়মিত রক্ত সংগ্রহের কাজ করতেন প্রয়াত প্রদীপ নন্দী।রবিবার তাঁকে স্মরন করে এক সভা অনুষ্ঠিত হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হলে।সেখানে তাঁর প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। এছাড়াও তাঁর অসামান্য বিভিন্ন সামাজিক কাজ নিয়ে আলোচনা করেন সমাজসেবী সুজিত রাহা, শহরের প্রবীন নাগরিক অনিল ঘটক, দুর্গা সাহা,অনিমেষ বসু,পীযূষ রায় বা পিন্টু রায় সহ আরও অনেকে। প্রয়াত প্রদীপ নন্দীর ভাই অরুপ নন্দী, কন্যা দেবপ্রিয়া চক্রবর্তী সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই ভাবগম্ভীর পরিবেশে রক্ত বন্ধু প্রদীপ নন্দীর অক্ষয় কর্মকে স্মরন করেন