
নিজস্ব প্রতিবেদন ঃ বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির ভাতর বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে মঙ্গলবার বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ মিলিত ভাবে অনুষ্ঠান পালন করে। জিরো পয়েন্টে দুইদেশের সীমান্ত রক্ষিবাহিনীর ডিজির উপস্থিতিতে অনুষ্ঠান উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে ৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মান জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত অস্ত্র ও আধুনিক অস্ত্রের প্রদর্শনী করা হয়।
