
নিজস্ব প্রতিবেদন ঃ সে স্কুলে কারও বাবা রিকশা চালায়। কারও বাবা ফেরিওয়ালা। কিন্তু তাদের স্বপ্ন অনেক বড়।কোনো রিকশা চালক সন্তানকে ডাক্তার কেওবা পুলিশ অফিসার তৈরির স্বপ্ন দেখেন।তাই ছোট থেকেই সন্তানকে কোট টাই পড়িয়ে ইংরেজিতে তুখোড় করার প্রয়াস শুরু করেছেন পিছিয়ে পড়া বাবা-মারা। আর সেই দিকে তাকিয়ে অন্তত অনগ্রসর হতদরিদ্র পরিবারগুলোর ছেলেমেয়েদের ছোট থেকেই নাম মাত্র খরচে ইংরেজি শেখানোর তালিম দিতে শুরু করেছে শিলিগুড়ি দার্জিলিং মোড়ের স্প্রিং ডেল একাডেমি। এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রধান স্টিফেন চার্লস জানালেন, তাঁরা স্কুলে বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কর্মসূচিও গ্রহণ করছেন। আসন্ন ইংরেজি নববর্ষ এবং বড় দিনের শুভেচ্ছা সকলকে জানিয়েছেন স্টিফেন চার্লস
