নিজস্ব প্রতিবেদক :
বিদ্যার্থী বিজ্ঞান মন্থন (VVM)–এর পশ্চিমবঙ্গ উত্তর ও সিকিম অঞ্চলের রাজ্য স্তরের ক্যাম্প ও পরীক্ষা গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ফুলবাড়ির দার্জিলিং পাবলিক স্কুলে সফলভাবে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় বিভিন্ন বোর্ডের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির মোট ১৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এরা সকলেই বিদ্যার্থী বিজ্ঞান মন্থনের লেভেল–২ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

একই দিনে সুপরিকল্পিত ও আকর্ষণীয় পরীক্ষার কাঠামোর মাধ্যমে লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয়। কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। রাজ্য স্তরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও র্যাঙ্কিং স্মারক। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে শংসাপত্র ও অংশগ্রহণ স্মারক প্রদান করে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি উপলক্ষে আয়োজিত সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. জিষ্ণু বসু (সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স, কলকাতা), যিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. সুমন চ্যাটার্জি, এনবিএসসি মাটিগাড়ার বৈজ্ঞানিক আধিকারিক বিশ্বজিৎ কুন্ডু, জোনাল কো-অর্ডিনেটর ড. প্রবীর দাস এবং দার্জিলিং পাবলিক স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ড. বিজয় কুমার শাহ।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন দার্জিলিং পাবলিক স্কুলের অধ্যক্ষা শ্রীমতী শ্রেয়া মিত্র বিশ্বাস এবং বিদ্যার্থী বিজ্ঞান মন্থনের রাজ্য সমন্বয়ক মৃত্যুঞ্জয় দাস। এই রাজ্য স্তরের ক্যাম্প ও পরীক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল বলে মত শিক্ষাবিদদের।

