পদ্মশ্রী করিমূল হকের বাড়িতে নির্মীয়মান হাসপাতালে মানসিক স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিবেদনঃ পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হকের বাড়িতে একটি হাসপাতাল তৈরি হচ্ছে। প্রাথমিকভাবে হাসপাতালের কিছু অংশ তৈরি হয়েছে। আর তাতে চিকিৎসা শিবিরও শুরু হয়েছে। সেখানেই সোমবার থেকে জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরের মানসিক স্বাস্থ্য বিভাগ শুরু করেছে মনো চিকিৎসা শিবির।

পদ্মশ্রী করিমূল হক জানিয়েছেন, প্রতি মাসের তৃতীয় সপ্তাহে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মানসিক স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নিয়মিত বসবে মানসিক রোগ নির্ণয় ও তার চিকিৎসা শিবির। মূলত মাসের ১৫ তারিখ সেই চিকিৎসা শিবির বসবে বলে স্থির হয়েছে। সোমবার সেখানে চিকিৎসা করে অনেককেই বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। করোনা পরিস্থিতির জেরে মানসিক স্বাস্থ্যও এখন বড় সমস্যা হিসাবে দেখা দিচ্ছে। অনেকেই কোম্পানি বন্ধ হওয়ায় কাজ খুইয়েছেন। অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। অনেকে আবার কাজ করেও দিনের পর দিন বেতন পাচ্ছেন না।ফলে মানসিক স্বাস্থ্য অসুস্থ হয়ে উঠছে।