
নিজস্ব প্রতিবেদনঃ শরীরে ব্রেন টিউমারতো রয়েইছে তার সঙ্গে হার্টে ফুটো ধরা পড়ল শিলিগুড়ি হায়দরপাড়ার সাড়ে চার বছরের শিশু সোহন পালের। আরও দুঃখজনক, নিস্পাপ শিশু সোহনের মূত্রাশয়ের কাছেও ধরা পড়েছে টিউমার। তারপর আবার চোখের সমস্যাও আছে। একসঙ্গে এতগুলো ভয়ঙ্কর ব্যাধি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ফুটফুটে এই শিশু।

বেঙ্গালুরুর চিকিৎসকরাও সকলে হতবাক। চিকিৎসকরা জানাচ্ছেন, এরকম রোগী অতীতে তাঁরা কখনও দেখেননি।কেন এত সব ভয়ঙ্কর জীবনসংশয় করা রোগ এই শৈশবে, এ প্রশ্নে চিকিৎসকদের কাছেও গবেষণার বিষয় সোহন, ওর চাই এখন সকলের সহযোগিতা, পরামর্শ, ভালোবাসা, অর্থ সাহায্য। নিচে দেওয়া হল যোগাযোগের নম্বর ও ব্যাঙ্ক ডিটেইলস —
আপনারা সকলে এই পোস্টকে যত পারেন শেয়ার করে যাতে সকলের সহায়তায় বিরাট এক রোগের পাহাড় টপকাতে পারে ওর পরিবার —-
Bank Details ——
Uma Dey,
A/C no: 0830010122528
IFSC code: UTBIOMBTC 44
United Bank of India
Mahabirsthan Branch, Siliguri
Contact no.9641898263