
নিজস্ব প্রতিবেদন ঃ ইতিহাসকে জানার আগ্রহ রয়েছে বহু ছাত্রছাত্রীর মধ্যে। বহু ছাত্রছাত্রী মনে করে ভালো করে ইতিহাস জানলে বহু মৌলিক চিন্তাভাবনা আসতে পারে।ইতিহাসকে না জানলে কোনো সমস্যার গভীরে প্রবেশ করা যায় না। বয়স্কদের ইতিহাস বিষয়ক অভিজ্ঞতা না শুনলে চলমান পৃথিবীর অনেক মজাই উপভোগ করা যায় না।বহু মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে ইতিহাস নিয়ে এখন হাজারো প্রশ্ন। আর তাদের সেই মানসিকতাকে আরও উস্কে দিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র মিউজিয়ামে পুরনো সব মুদ্রা নিয়ে এক প্রদর্শনী শুরু হয়েছে। মুদ্রা বিজ্ঞানী শিবাজি ব্যানার্জী এই প্রদর্শনী শুরু করেছেন।সেই প্রদর্শনী রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে ছাত্রছাত্রীরা।আর তাদের মধ্যে নানা প্রশ্ন। তাদের জানার কৌতূহল দেখে অভিভূত মুদ্রা বিজ্ঞানী শিবাজিবাবু।সেই প্রদর্শনীতে ২৬০০ বছর আগে শুরু হওয়া পৃথিবীর প্রথম মুদ্রা থেকে শুরু করে মৌর্য যুগ,রাজা হর্ষবর্ধনের যুগ,পৃথ্বীরাজ চৌহান,মোঘল সাম্রাজ্যের বহু মুদ্রা ঠাঁই পেয়েছে। নেতাজি সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ সরকারের মুদ্রা, নোটও সেখানে রয়েছে যা রীতিমতো উদ্দীপনা তৈরি করছে বহু ছাত্রছাত্রীর মধ্যে। ছাত্রছাত্রীদের এই মননশীলতাকে আরও উস্কে দিচ্ছেন শিবাজিবাবু।
