মানবতা রক্ষা করুন,রাজস্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সন্মেলনে শিলিগুড়ির উৎপল

নিজস্ব প্রতিবেদন ঃ  সেভ দ্য হিউম্যানিটি,মানবিকতা রক্ষা করুন।মানবতাকে জাগিয়ে তুলুন, মানবতাকে জাগিয়ে রাখুন।এই ভাবনাকে সামনে রেখে রাজস্থানের বিকানীরে সমাজকর্মীদের এক আন্তর্জাতিক সন্মেলন অনুষ্ঠিত হলো গত ১১ ও ১২ মার্চ। রাষ্ট্রহিত ফাউন্ডেশন ট্রাস্ট এন্ড কম্যুনিটি ওয়েলফেয়ার ট্রাস্ট এই সম্মেলনের আয়োজন করে। মানুষের মধ্যে কিভাবে মানবিক মূল্যবোধ আরও বৃদ্ধি করা যায়,চারদিকে ইতিবাচক ভাবনার পরিবেশ বজায় থাকলে গোটা পৃথিবীর জন্য তা কতটা মঙ্গলময় সেসব নিয়ে সেখানে আলোচনা হয়।প্রতিটি অভিভাবককে তাদের সন্তান সন্ততিকে আগামীদিনে ভালো রাখতে এখন থেকেই সন্তানসন্ততির মধ্যে কিভাবে মানবিক মূল্যবোধ,মানবিকতার শিক্ষা বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা হয় সেই প্রশিক্ষণ কর্মশালায়।শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী তথা সমাজকর্মী উৎপল কুমার রায়ও সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও বহু সমাজকর্মী সেখানে যোগ দেন। শিলিগুড়ির রক্তদান আন্দোলনের কর্মী উৎপল কুমার রায় সেখানে শংসাপত্র এবং স্মারক পেয়েছেন উপহার হিসাবে।