শরীরে পচা দুর্গন্ধ, পোকা বের হচ্ছে— ওঝাদের তন্ত্রমন্ত্রে বিশ্বাসীদের নতুন আলো দেখাচ্ছেন এই এম্বুলেন্স ভাই

নিজস্ব প্রতিবেদন ঃ  টাকার অভাবে বহু গরিব মানুষ বিশেষ করে চা বাগানের হতদরিদ্র আদিবাসীরা ডাক্তারের কাছে যেতে ভুলে যাচ্ছেন। নার্সিং হোমে চিকিৎসার জন্য গেলে গলা কেটে অতিরিক্ত বিল নেওয়া হবে, এই ভয়ে চা বাগানের বহু আদিবাসী ওঝা নির্ভর হয়ে পড়ছেন। কঠিন ব্যাধি হলেও ওঝারা পরামর্শ দিচ্ছে পুজো পাঠ বা মন্ত্র উচ্চারনের। শহরে চিকিৎসার নামে কিছু বেসরকারি নার্সিং হোমের অরাজকতার দরুন হতদরিদ্র অনগ্রসর এলাকাগুলোতে অশিক্ষা কুশিক্ষা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এমনকি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মতো স্থানেও দুর্নীতি আর অরাজকতা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করায় ডুয়ার্সের রাজু গোয়ালা, কবিতা গোয়ালা,যোশি লোহারদের কাছে ওঝারাই ডাক্তার হয়ে উঠছেন। রোগ যন্ত্রনায় কাতর হলেও শহুরে কিছু বেসরকারি নার্সিং হোমের পাষন্ডদের খপ্পরে পড়তে নারাজ তাঁরা। এই অবস্থায় মাদারিহাট ব্লকের বীরপাড়ায় আক্রাম ভাই ব্যতিক্রমী কাজে নেমেছেন। ইতিমধ্যে এলাকায় বাইক এম্বুলেন্স দাদা হিসাবে পরিচিতি পেয়েছেন আক্রাম। ঘন জঙ্গলের প্রত্যন্ত, দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন আক্রাম। যারা রোগ সারাতে ওঝার কাছে গিয়ে মন্ত্র পাঠ করছেন তাদেরকে নিজের মানব সেবা আশ্রমে নিয়ে আসছেন আক্রাম ভাই। কারও শরীরে পচা ঘা হয়েছে, কারও শরীরে পুরনো ক্ষত স্থান থেকে পোকা বের হচ্ছে — দুর্গন্ধে যাদের কাছে যাওয়া যায় না তাদেরকে নিজের মানবসেবা আশ্রমে রেখে সেবা করছেন বাইক এম্বুলেন্স ভাই আক্রাম। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা দক্ষিন দেওগাঁওতে রয়েছে তাঁর মানব সেবা আশ্রম। সেখানে নাম মাত্র খরচে সেবা দিচ্ছেন তিনি।ফলে অনেকের কাছে তিনি হয়ে উঠছেন মানবদরদী অন্যরকম এক ভগবান।বাইক এম্বুলেন্স ভাই আক্রামের সঙ্গে যোগাযোগ নম্বর ৯৮০০৩৬৪০১৭। ডুয়ার্সের নিউ হাসিমারা নিবাসী দিদি নম্বর খ্যাত সমাজসেবী শুক্লা দেবনাথও আক্রাম ভাইয়ের এই ব্যতিক্রমী মানবিক সেবার তারিফ করেন। শুক্লা বলেন,শরীরে যাদের পোকা হয়েছে, কোনো পুরনো আঘাত পচে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে সেই সব মানুষদের বুকে আগলে নিচ্ছেন আক্রাম ভাই।