
নিজস্ব প্রতিবেদন ঃ শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবছর ১৪ই এপ্রিল দিনটিকে বৈশাখী উৎসব হিসেবে পালন করা হয়। নতুন বছরের আহ্বানে ওই বৈশাখী উৎসব।
শুক্রবার শিলিগুড়ির সেবক রোড গুরুদোয়ারাতে বৈশাখী উৎসব পালিত হয়। এউপলক্ষ্যে সেখানকার
লঙ্গর খানায় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। সেই গুরুদোয়ারার পক্ষ থেকে গুরু প্যারিসিং জি বলেন, প্রতিবছর নতুন ধানের চাল থেকে বৈশাখী উদযাপন করা হয়। এদিন শিলিগুড়ির গুরুদোয়ারায় উপস্থিত হন শিলিগুড়ি পুর সভার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার। উপস্থিত ছিলেন মানিক দে, ও সঞ্জয় পাঠক।আরও বিস্তারিত জানতে ও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
https://youtu.be/YbkCdXGiUio