
নিজস্ব প্রতিবেদনঃ ১৪ এপ্রিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এসসি এবং এসটি অ্যাসোসিয়েশানের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মানববিদ্যা ভবনের ১০৯ নম্বর কক্ষে বাবাসাহেব বি. আর. আম্বেদকরের ১৩২তম জন্মদিবস পালিত হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, অ্যাসোসিয়েশানের সভাপতি অধ্যাপক নিখিলেশ রায়, সম্পাদক ড. সুদাস লামা। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক কনককান্তি বাগচী, অধ্যাপক নির্মল কুমার রায় । এঁনারা সকলেই বাবাসাহেবের উপর উপস্থিত ছাত্র-ছাত্রী, গবেষকদের সামনে তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। অধ্যাপক নিখিলেশ রায় সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ভারতীয় সংবিধানের গৌরবকে তুলে ধরেন। বক্তা অধ্যাপক নির্মল কুমার রায় আম্বেদকরের ধর্মান্তরিত হওয়ার কারণ ব্যাখ্যা করেন। অধ্যাপক কনককান্তি বাগচী আম্বেদকরের আদর্শকে সামনে রেখে সমাজের জন্য কিছু করার বার্তা দেন। প্রায় ৮০ জন দর্শক-শ্রোতার সামনে দলিতবান্ধব সমিতি তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এসসি এবং এসটি অ্যাসোসিয়েশানের প্রাক্তন সভাপতি কনককান্তি বাগচীকে সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিস্তারিত নিচের লিঙ্কে