বাপি ঘোষ, শিলিগুড়ি ঃঃ কলকাতায় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জেরে প্রচন্ড ব্যথিত বিদ্যাসাগরের প্রপৌত্র ডাক্তার ভাস্কর ভট্টাচার্য। বুধবার তিনি বলেছেন,আমি বিদ্যাসাগর মহাশয়ের বংশধর হিসাবে খুবই আহত হয়েছি। এখন আমাকে কেও প্রতিবাদ মিছিলে যেতে বললেও যাবো না,প্রতিবাদ মিছিলে না যাওয়াটাই হবে আমার নীরব প্রতিবাদ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেছেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। বিদ্যাসাগর মহাশয় কখনও তার মূর্তি বসবে বা মূর্তি ভাঙা হবে এই ভেবেতো বিধবা বিবাহ বা সমাজ সংস্কারের কাজে ব্রতী হননি। ঘটনাটি অনভিপ্রেত। প্রসঙ্গত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরের ভাই ছিলেন ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মেজ মেয়ে ছিলেন চারুশীলাদেবী। আর চারুশীলাদেবী ছিলেন ডাক্তার ভাস্কর ভট্টাচার্যের বাবা দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্যের ঠাকুরমা। ডাক্তার ভাস্কর ভট্টাচার্যের বাবার ঠাকুরদা কালিপদ ভট্টাচার্য প্রথম পুরোহিত দর্পন পরিমার্জন করেছিলেন। সেই অর্থে ভাস্করবাবু বিদ্যাসাগরের প্রপৌত্র । তিনি এখন কর্মসূত্রে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি হাসপাতালে রয়েছেন।