
নিজস্ব প্রতিবেদনঃ গৌতম বুদ্ধের জীবন দর্শন নিয়ে তিনি বহু নাম-সংকীর্তন তৈরি করেছেন। আর সেইসব নাম-সংকীর্তনে সুর দিয়ে তিনি শিলিগুড়ি সহ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করেন।শিলিগুড়ি হায়দরপাড়ার বিদর্শন ধ্যান আশ্রমের সভাপতি রাজু বড়ুয়া ওরফে খোকন এমনই এক প্রতিভা। যদিও এবার করোনা পরিস্থিতির জন্য গৌতম বুদ্ধের জন্মজয়ন্তীর অনুষ্ঠান জমায়েত করে পালিত হবে না বলে তিনি জানিয়েছেন। তবে যে যার বাড়িতে গৌতম বুদ্ধ স্মরনে পুজো বা শ্রদ্ধা জানাতে পারেন। গৌতম বুদ্ধের জীবনী ও দর্শন নাম সংকীর্তনের মাধ্যমে প্রচার করতে খোল করতাল সমেত একটি টিমও গঠন করেছেন রাজুবাবু।তাঁর গানের কন্ঠ এবং সুর বিভিন্ন মহলে দাগ কাটছে। তাঁর প্রতিভার তারিফ করছেন অনেকেই। তাছাড়া বিদর্শন ধ্যান আশ্রমের সভাপতির দায়িত্বও তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। সংস্কৃতির প্রসারের পাশাপাশি রাজুবাবু বিভিন্ন সামাজিক কাজকর্মও করছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা সচেতনতার প্রচারও করেন তিনি। তিনি বলেন, বর্তমান দুর্যোগে গৌতম বুদ্ধের দর্শন মন দিয়ে অনুভব করা খুব জরুরি। দেখুন নিচের ভিডিওতে তাঁর নাম সংকীর্তন —-
