লকডাউন শুরুর আগে শিলিগুড়ি থেকে ঘরে ফেরার ব্যস্ততা, সচেতনতার মাইকিংয়ে বিধায়ক

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার থেকে রাজ্যে শুরু লকডাউন। তার আগে শনিবার শিলিগুড়ি শহর থেকে বাড়ি ফেরার তাড়া দেখা যায় ভিন রাজ্যের শ্রমিকদের।শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে এদিন সন্ধ্যা থেকেই বাড়ি ফিরতে বাসে ভিড় করতে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকদের। অপরদিকে লকডাউন শুরু হওয়ার আগে অবৈধ জমায়েত ও মাস্কবিহীনদের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি থানার পুলিশ। এদিন শহরের হিলকার্ট রোডে অবৈধ জমায়েতকারীরা পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হলেও মাস্কবিহীনদের রাস্তায় বের হলেই মাস্ক পরে রাস্তায় বের হওয়ার পরামর্শ দেয় পুলিশ। এদিকে শনিবার শিলিগুড়ি শহরবাসীকে সচেতন করতে পথে নামেন বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি বাগরাকোট এলাকায় শিলিগুড়িবাসীকে মাইকিং করে সচেতন করেন বিধায়ক।