শিলিগুড়ি ঘোঘোমালি হাইস্কুলে এন্ড স্মাইলের রক্তদান শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি এন্ড স্মাইল সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং প্রসেনজিৎ মণ্ডল নামে এক তরুনের সহযোগিতায় রবিবার শিলিগুড়ি ঘোঘোমালি হাইস্কুল চত্বরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।তার সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয়। ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী বাবলু তালুকদার সেখানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা নবকুমার বসাক, সমস্ত স্বেচ্ছাসেবী এবং প্রসেনজিৎ মণ্ডলের এই প্রয়াসকে সাধুবাদ জানান বাবলুবাবু। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে এই ধরনের প্রয়াস অবশ্যই প্রশংসনীয় বলে বাবলুবাবু উল্লেখ করেন। নবকুমার বসাক জানিয়েছেন, ধারাবাহিকভাবে তাঁরা মানুষের সেবায় বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ করে চলেছেন।তারই একটি হলো রক্তদান শিবিরের আয়োজন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —