জগন্নাথ দেবের রথ বের করতে হলে অনেক নিয়ম মেনে চলা দরকার, কি সেই নিয়ম

নিজস্ব প্রতিবেদন ঃ  রথ মানে পুতুল খেলা নয়।রথ মানে ছেলেখেলা নয়।যিনি বা যাঁরা রথ তৈরি করে জগন্নাথ দেবকে রথে চাপাবেন তাদেরকে অনেক নিয়ম মেনে চলা দরকার। যেমন এক,জগন্নাথ দেবের রথ বের করার উদ্যোগ নিলে তাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। দুই, নিরামিষ খাদ্য গ্রহনের সঙ্গে সঙ্গে তাদেরকে কন্ঠে তুলসি মালা ধারণ করতে হবে।তিন,তাদেরকে তিলক ধারণ করতে হবে।চার,মনে ভক্তি ভাব থাকতে হবে। এসব নিয়ম না মেনে যাঁরা আজকাল পাড়ায় পাড়ায় রথ বের করেন তারা মহা অপরাধ করছেন বলে মনে করেন শিলিগুড়ি শক্তিগড় কেশব গোস্বামী গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ ভক্তি বেদান্ত মাধব মহারাজ।তিনি বলেন,অর্থ আছে বলে আজকাল অনেকে পাড়ায় পাড়ায় রথ বের করেন। কিন্তু রথ বের করা মানে পুতুল খেলা নয়। যিনি জগতের নাথ তাঁকে নিয়ে পুতুল খেলা একদম অনুচিত।আগামী ২০ জুন বিকেল চারটেয় শিলিগুড়ি শক্তিগড় কেশব গোস্বামী গৌড়ীয় মঠ থেকে শুরু হবে তাদের রথ যাত্রা। সেই রথ জলপাইমোড়,থানা মোড়,বাবুপাড়া, শক্তিগড়, তিনবাতি মোড় হয়ে ফিরে আসবে গৌড়ীয় মঠে।যদিও জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে কেশব গোস্বামী গৌড়ীয় মঠে ২০ জুন অনুষ্ঠান শুরু হবে ভোর চারটে থেকে।
আসন্ন চিকিৎসক দিবস সম্পর্কে ভক্তি বেদান্ত মাধব মহারাজের মন্তব্য, এই জগতের আসল চিকিৎসক হলেন জগন্নাথ দেব। ভগবানে ভক্তি রেখে সবাই সাত্ত্বিক আহার গ্রহণ করলে মন শুদ্ধ হবে। নিরামিষ আহার গ্রহণ করলে মন ঠান্ডা থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে।আর জগতের আসল ডাক্তার জগন্নাথ দেবের কৃপা হলে মানুষের রোগভোগের ভোগান্তি অনেক কমে যাবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–