পুলিশ কর্মীর মানবিক মুখ

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ রথের শোভাযাত্রায় বেরিয়ে আহত হয়েছিলেন শিলিগুড়ি শক্তিগড় গৌড়িয় মঠের সাধু মাধব মহারাজ । করতাল বাজাতে বাজাতে তিনি করতালের ঘায়ে রক্তাক্ত হন। সেই সময় সেখানে কর্তব্যরত শিলিগুড়ি ডি আই বির এ এস আই বিকাশ সরকার তার প্রতি মানবিক মুখ দেখালেন। শনিবার সন্ধ্যার ঘটনা। বিকাশবাবু মাধব মহারাজকে দেখেই অ্যাম্বুলেন্স খবর দেন। তারপর নিয়ে যান হাসপাতালে। তার এই মানবিক মুখের প্রশংসা করেন অনেকেই। পুলিশ কর্মীরা যে মানবিক কাজও করেন, এটি তার প্রমান। প্রসঙ্গত প্রতি বছর বিরাজ সরকার স্মৃতি সংস্থার তরফে বিকাশবাবু রক্ত দান শিবির ছাড়া দুঃস্থ ও মেধাবীদের পাশে দাড়ানো এবং অন্য সামাজিক কাজ করে তার মানবিক মুখের পরিচয় দেন। প্রতি মাসে বেতন থেকে তিনি যে টাকা পান তার একটা অংশ দিয়ে বিভিন্ন রকম মানবিক কাজ করেন। বিকাশবাবু বলেন, পুলিশের যা কাজ সেই কাজ করে অবসর সময়ে তার মানবিক কাজ করতে ভালো লাগে। রক্ত দান ছাড়া কোথাও কোনও দুঃস্থ,অসুস্থ মানুষকে ওষুধ কিনে দেওয়ার হলে তিনি পাশে আছেন।