কোচবিহারের মাথাভাঙার গ্রামে মানসিক ভারসাম্যহীন মেয়েকে বাক্স বন্দি করে রাখে বাবা মা!!

নিজস্ব প্রতিবেদন ঃ চিকিৎসার টাকা নেই। তাই মানসিক ভারসাম্যহীন মেয়ে ঝিলিক বর্মনকে বাক্সের মধ্যে দিনের পর দিন বন্দি করে রাখে বাবা মা।কোচবিহার জেলার মাথাভাঙার এক গ্রামে অত্যন্ত মর্মস্পর্শী এই ঘটনা ঘটে চলেছে। শেষে ঝিলিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার ঝিলিকের বাড়িতে যান প্রাক্তন দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মন।
মাথাভাঙ্গা মহকুমার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত পারাডুবি গ্রামপঞ্চায়েতের বরাইবাড়ি গ্রামে কাঠের ঘেরা বাক্সে দিন কাটত মানসিক ভারসাম্যহীন ১৭ বছরের ঝিলিক বর্মনের। সংসারে অভাব মেটাতে এক প্রকার বাধ্য হয়েই তাকে বাক্স বন্দী রাখত তার মা ও বাবা। খবর পেয়ে বৃহস্পতিবার ঝিলিকের বাড়িতে দেখা করতে যান প্রাক্তন দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয় কৃষ্ণ বর্মন। আর্থিক সাহায্য, ঝিলিকের চিকিৎসা, সরকারি সাহায্য সহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। এই পাশে থাকার আশ্বাসে খুশি ঝিলিকের পরিবার।