
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা মোকাবিলায় আরো একবার এগিয়ে এলো সি আই আই । বৃহস্পতিবার তাদের পক্ষ থেকে ১০ লিটার প্রতি মিনিটের ২ টি অক্সিজেন কনসেনট্রেটর শিলিগুড়ি পুর সভার হাতে তুলে দেওয়া হয় ।পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন , তারা ওই কনসেনট্রেটর দুটি মানুষের দরকারে যথাযথ ভাবে ব্যবহার করবেন । সি আইনআইয়ের এই মহতী প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন গৌতমবাবু ।
