
নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার ১৫ জুলাই অরণ্য সপ্তাহ উপলক্ষে আমরা বেকার (জার্নি ফর আউর সোসাইটি) এর পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বরে কিছু বৃক্ষরোপনের মাধ্যমে অরণ্য সপ্তাহ উদযাপন করা হলো। আম,কাঁঠাল, মেহুগিনী, বকুল,চাপ, সেগুন ইত্যাদিসহ মোট ১৬টিগাছ লাগানো হয়। উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কিছু নার্সও সেই অনুষ্ঠানে যোগ দেন।এমনিতেই আমরা বেকারের তরফে সারা বছর ধরেই সবুজায়নের প্রচার করা হয়।তারা প্রচুর গাছের চারাও বিলি করেন। তবে এবার অরন্য সপ্তাহে তা আরও বেশি করে হচ্ছে।এছাড়া উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পার্শ্ববর্তী এলাকার বহু ভবঘুরে মানুষকে ধারাবাহিকভাবে রাতের খাবার বিলি করে যাচ্ছে আমরা বেকার। রাস্তার ধারে পড়ে থাকা বহু অভুক্ত মানুষ আমরা বেকারের সদস্যদের কাছ থেকে খাবার পেয়ে তাদের আর্শীবাদও করেন।আমরা বেকারের সমাজসেবী সজল দত্ত জানিয়েছেন, তাদের এই মানবিক ও সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।
