সারা বছর ধরেই গাছেদের যন্ত্রণা দূর করেন ওরা

  • নিজস্ব প্রতিবেদন ঃ গাছেরও ব্যথা যন্ত্রণা রয়েছে। সারা বছর ধরেই গাছেদের যন্ত্রণা মুক্ত করতে তাঁরা কাজ করেন । কিন্তু কিছু মানুষ গাছের মধ্যে পেরেক দিয়ে বিভিন্ন সাইনবোর্ড, পোস্টার লাগিয়ে দেন। এই অবস্থায় বৃহস্পতিবার কোচবিহারের আস্থা ফাউন্ডেশন এর সদস্যরা গাছেদের ব্যথার যন্ত্রণা থেকে মুক্ত করানোর চেষ্টা করে। বিভিন্ন জায়গায় গাছের মধ্যে টায়ার পতাকা পোস্টার এইসব খুলে তাদের মুক্ত করা হলো।
    বৃহস্পতিবার বন মহোৎসব উপলক্ষে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়।তার সঙ্গে নতুন বৃক্ষরোপনও করা হয়।
    কোচবিহার শহরে চোখে পড়ে বিভিন্ন গাছে পেরেক দিয়ে পোস্টার লাগানো। আস্থা ফাউন্ডেশন সারা বছর ধরেই গাছগুলোকে তারকাটা মুক্ত করার চেষ্টা করে থাকে। তার পাশাপাশি গাছ থেকে পোস্টারও খুলে দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা। বৃহস্পতিবারও যেসব গাছে পোস্টার লাগানো ছিলো তা খুলে দেওয়া হয়। কিছু চারা গাছও এদিন নতুন করে রোপনের কর্মসূচি নেওয়া হয়। চারা গাছ রোপনের এই কর্মসূচি
    কুড়ি তারিখ পর্যন্ত চলবে বলে আস্থা ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে। এদিনের সেই কর্মকান্ডে উপস্থিত ছিলেন সমীর রাউত, পিংকু সোম, শুভ মহন্ত, শংকর রায়