
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী মিঠু রায় । জাতীয়-আন্তর্জাতিক স্তরের পুরস্কার তার ঝুলিতে একাধিক । এবছর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তার কীর্তি- ৭৫ টি পেরেকের মাথায় ভারতের ৭৫ জন মনীষীর ছবি এঁকে সেগুলো দিয়ে ভারতের মানচিত্র তৈরি করা । এই অসামান্য কীর্তির জন্য তিনি ‘ইন্ডিয়া স্টার ইন্ডিপেন্ডেন্ট অ্যওয়ার্ড ২০২১’ -এ ভূষিত হন ।
শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব রবিবার স্বাধীনতা দিবসের দিন মিঠু রায়ের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন। মিঠু রায়কে এদিন শুভেচ্ছা জানিয়ে তাঁর সৃজন কাজকে উৎসাহিত করেন গৌতমবাবু।
