
নিজস্ব প্রতিবেদন ঃ ১৯৮২ সালের ১৪ই আগস্ট তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।সেই হিসাবে এবারে তাঁদের বিবাহবার্ষিকীর ৪০ বছর।আর বিশেষ এই দিনে রবিবার শিলিগুড়ি শহর লাগোয়া গুলমা চা বাগানের শিশুদের সঙ্গে বিকেলটা ব্যয় করলেন বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ব্রততী চট্টোপাধ্যায়। এদিন বিকেলে ওই চা বাগানের অনগ্রসর শিশুদের মধ্যে পাউরুটি, কলা, বিস্কুট, কেক,সন্দেশ, চকোলেট বিলি করলেন এই দম্পতি। বছরের পর বছর বলা চলে বছরের ৩৬৫ দিনই কোনোনাকোনোভাবে অসহায় গরিব মানুষের পাশে থাকেন সোমনাথবাবু।আর্ত অসহায় মানুষের রক্ত সংগ্রহ করে দিতেও তাঁর অবদান অসামান্য। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের তিনি একজন কর্মকর্তা। রাস্তার ধারে পড়ে থাকা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের সুস্থ করে মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তিনি বিরল নজির সৃষ্টি করেছেন। বিশেষ করে নিঃস্বার্থভাবে কোনোরকম আসক্তি ছাড়া তিনি অসহায় গরিব মানুষের সেবা করেন।রবিবার বিবাহবার্ষিকীর অনুষ্ঠানেও তিনি মানবিক মুখের পরিচয় রাখলেন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে। অনুষ্ঠানে মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী শেখর সাহা, তাঁর স্ত্রী মালবিকা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।খবরের ঘন্টার তরফে চ্যাটার্জী দম্পতিকে বিবাহবার্ষিকীর অফুরন্ত শুভেচ্ছা
