স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাহিত্য আসর হায়দরপাড়ায়

নিজস্ব প্রতিবেদন ঃ সে অনুষ্ঠানে কবি শিপ্রা পাল তাঁর স্বরচিত কবিতা পাঠ করলেন স্বাধীনতা দিবস স্মরনে। ৯৭ বছর বয়স্কা মুকুল দাস তাঁর স্বরচিত কবিতা পাঠের সঙ্গে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে তাঁর কিছু অনুভূতি জানালেন। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে কবি কাব্যমনি বোরার দুটি বইও প্রকাশিত হয়। অসমীয়া ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করে দুটি বই প্রকাশ করলেন কাব্যমনিদেবী।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে তাঁর বাড়ি। সেখানে তিনি প্রকাশনা হাউসও খুলেছেন। এই অনুষ্ঠানে খবরের ঘন্টার স্বাধীনতা দিবস সংখ্যাও প্রকাশিত হয়। রবিবার বিকালে শিলিগুড়ি হায়দরপাড়া শরৎ পল্লীতে কাব্য নিকেতনের উদ্যোগে সেই সাহিত্য আসর বসে।আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সভাপতি নির্মলেন্দু দাসের বাড়িতে হয় সেই সভা। নির্মলেন্দু বাবুর স্ত্রী গোপা দাস সেখানে সঙ্গীত পরিবেশন করেন। কবিতা গানে অন্যরকম হয়ে ওঠে সেই পরিবেশ।