
নিজস্ব প্রতিবেদন ঃজগদিন্দ্রদেব রায়কতের ১৫৯তম জন্মজয়ন্তী ও সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হলো জলপাইগুড়িতে। দুই মনিষীর মূর্তিতে মাল্যদানের সঙ্গে জলপাইগুড়ির ঐতিহ্য স্মরণ করা হয় বুধবার আর্টগ্যালারিতে।অনুষ্ঠানের
আয়োজক ছিলো জলপাইগুড়ির তথ্য ও সংস্কৃতি দপ্তর।তার সঙ্গে ছিলো উত্তরবঙ্গ লোকসংস্কৃতি সমিতি ও মণীষী স্মৃতিরক্ষা কমিটি । দুই মনিষীর মূর্তিতে মাল্যদানের পর তাদের বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট গবেষক উমেশ শর্মা সহ অন্যরা। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিজয় বর্মন, সাধন বোস সহ রায়কত বংশের সদস্যরা।
