মোবাইল থেকে শিশু সন্তানকে দূরে রাখতে সৃজন কাজে উৎসাহ বাবা-মায়ের

নিজস্ব প্রতিবেদন ঃকরোনাই তাঁর মনে সৃজনশীলতার ইতিবাচক ভাবনার বীজ বপন করে দিয়েছিল।। ৬০ হাজার টাকার বড় বাজেট নয়, মাত্র ৫ হাজারেই দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিলো ছোট্ট রিয়ান।রিয়ানের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে প্রতিমার আকারেও বড় হচ্ছে। বিগত তিন বছর ধরে ছোট্ট রিয়ান ঘরে বসেই দুর্গা প্রতিমা তৈরি করে চলেছে।*
করোনা অতিমারির সময় থেকেই সৃজন ভাবনা জন্ম নেয় ছোট্ট এই শিশুর মনে । তখন লকডাউন চলছিলো, স্কুল ছিলো বন্ধ । ঘর থেকে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিলো ।আর সেই কঠিন সময় অতিবাহিত করার উপায় নিজেই খুঁজে নিয়েছিলো জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগরের দশ বছর বয়সী রিয়ান সেন।
কখনো গুগুল আবার কখনো নিজেস্ব কল্পনা, এই সম্বল করেই ঘরে বসে সে বানিয়ে ফেলেছিলো মা দুর্গা।
এখন নেই করোনার দাপট, তাই নিজের ভেতরের সেই সুপ্ত বাসনাকে বাস্তবে রূপ দিতে আগের মতো খুব বেশি বেগ পেতে হচ্ছে না তাকে। মহালয়ার আগেই এবার রিয়ানের হাতে তৈরী ছোট্ট দূর্গা, যার খরচ ৬০ হাজারও নয়। রিয়ানের হিসেবে ৪ থেকে ৫ হাজারের মধ্যেই তৈরী হয়েছে মা দুর্গা। এবং পূজিতও হবেন যথাযথ রীতিনীতি মেনেই।
খুদে শিল্পীর মা পেশায় শিক্ষিকা। বাবাও পেশায় শিক্ষক।ওর বাবা পিন্টু সেন বলেন, ছোটো থেকেই ওর মধ্যে কিছু সৃজন করবার ইচ্ছে লক্ষ্য করি, সেই থেকেই শুরু। আমরাও ভাবতাম এই ধরণের কাজে নিজেকে ব্যাস্ত রাখলে অন্তত মোবাইল থেকে দূরে থাকবে। তাই তখন থেকে আজও ওকে উৎসাহ দিয়ে যাই আমরা।