
নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি এখন নির্মাননগরী।প্রতিদিন শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে আবাসন তৈরিতে ডুব দিয়েছেন বহু প্রমোটর।কিন্তু অভিযোগ, কিছু প্রমোটর নিজের স্বার্থের কথাই চিন্তা করছে। শহর বা সমাজের কথা তাদের মাথায় নেই। এইসব প্রমোটারের লক্ষ্য হল দিনরাত শহরে বহু তল নির্মাণ করে নিজেদের পকেট মোটা করে তোলা৷ আর তা করতে গিয়ে শহরে ডেঙ্গু ছড়িয়ে দেওয়ার পরিবেশও তৈরি করছে তারা।নির্মীয়মান বহু তলগুলো হয়ে উঠছে মশার আঁতুড় ঘর। সেখান থেকেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। মেয়র গৌতম দেব বুধবার এনিয়ে প্রমোটরদের উদ্দেশ্যে সতর্ক করেছেন।বলেছেন,ফাঁকা জমি থেকে নির্মীয়মান বহুতলে যেন জল জমে না থাকে। জল জমে থাকলে তা থেকে মশার উৎপত্তি হবে। আবার ফাঁকা জমির নিচু স্থানেও জল জমে ডেঙ্গু মশা ছড়াতে পারে। তাই তাদের সতর্ক হতে হবে এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলেও মেয়র জানিয়েছেন। পুজো উৎসব পর্বে পুরসভা শিলিগুড়িতে ডেঙ্গুর বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার চালাবে বলেও মেয়র জানান। এরজন্য শহরে কয়েকটি টোটোকেও প্রচারের কাজে নামানো হচ্ছে।
