
নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের সেবাই আসল সেবা, এই ভাবনা থেকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া কালাগছে বিনামূল্যে চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি প্রধান নগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম।গত ১০ই সেপ্টেম্বর শিলিগুড়ি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের ব্যবস্থাপনায় ২৫০জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্রও বিতরণ করা হয় ওই গ্রামে। ১৪০ জনের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে চক্ষু শিবির করা হয়। অনুস্ঠান শেষে ৭০০জন ভক্তের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।শিলিগুড়ি শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ জানিয়েছেন, মানুষের সেবাই ঈশ্বর সেবা। মানুষের সেবাই হলো দেবী দুর্গার পুজো। সেই ভাবনা থেকে তাদের ওই আয়োজন। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট এই চক্ষু পরীক্ষার জন্য পুরো সহযোগিতা করে। বিনামূল্যে সকলের চোখ পরীক্ষা করা হয়।অনেকের মধ্যে বিনামূল্যে ওষুধও বিলি করা হয়। গ্রামের দুঃস্থ অনেক মানুষের মধ্যে পুজোর আগে হাসি ফোটে এই উদ্যোগের জেরে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন–
