দুঃস্থদের শপিং মলে নিয়ে গিয়ে পছন্দমত কেনাকাটা করালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃ দুঃস্থদের শপিং মলে নিয়ে গিয়ে পছন্দ মত কেনাকাটা করালেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।পাশাপাশি পিৎজাও খাওয়ানো হল।বেজায় খুশি শিশুরা।

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস জানান,গ্রীন জলপাইগুড়ির প্রতিষ্ঠাতা উজ্জ্বল সেনের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে জলপাইগুড়ি শহরের পরেশমিত্র কলোনীর ১০ জন দুঃস্থ ছেলে মেয়েকে স্বাস্থ্য বিধি মেনে শপিং মলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের পছন্দ মতো জামা কাপড় কিনে দেওয়া হয়। এই সকল শিশু শহরে থাকলেও কোনদিন শপিং মলে এসে পছন্দ মতো জামাকাপড় কেনার স্বচ্ছলতা নেই। এদিন তাদের শপিং মলে নিয়ে গিয়ে তাদের পছন্দের জামাকাপড় কিনে দেওয়া হলো।অঙ্কুর দাস বলেন, আমাদের খুব ভালো লাগছে এই শিশুদের আনন্দ দেখে।আমাদের বাড়ির ছেলেমেয়েরা শপিং মলে এসে জামাকাপড় কিনলেও ওরা পারে না।আজ ওরাও কেনাকাটা করল।আমরা পুজোয় কয়েকশো ছেলে মেয়েকে নতুন জামাকাপড় কিনে দেব।