
শিল্পী পালিত ঃ করোনা লকডাউনের জেরে বহু মানুষ ঘরবন্দি ছিলেন। এই বন্দি অবস্থা বিভিন্ন জন বিভিন্ন ভাবে পার করেছেন। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া গভর্নমেন্ট কলোনির ভাস্কর দে ছবি এঁকেই সময় পার করেছেন।পড়ুন–

লকডাউনে আমি বেশির ভাগ ছবিই এঁকেছি। ঘরবন্দি জীবন আমার কোনদিনই ছিল না। আর আমার ভালোও লাগে না।
প্রকৃতি আমায় টানে আর সেই টানেই আমি ছুটে যাই এখানে সেখানে। কিন্তু এখন ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই দইয়ের স্বাদ ঘোলে মেটাই। বাড়িতে বসেই প্রকৃতির ছবি এঁকেছি। তা ছাড়া করোনা নিয়েও কিছু কাজ করেছি যেমন, pendamic, lockdown, Social distanceও অন্যান্য।
এই লকডাউনে পরিবারের অনেক কাছেই আমরা সকলে ছিলাম, এটা আর পাঁচটা দিনের মতো নয়।অনেককে হারিয়েছি আমরা! কত মানুষ প্রাণ হারিয়েছে! আবার অনেক কিছু পেয়েছিও। যেমন প্রকৃতি নিজের মতো করে নিজেকে সাজিয়ে নেবার সুযোগ পেয়েছে। আর সাজিয়েছে 100% polution free, নদী দূষণ মুক্ত, গোটা বিশ্বের একই চেহারা। এ যেন এক অবাক কান্ড! এই গত কয়েক মাসে আমার অনেকগুলো exibition হবার কথা ছিল সেগুলো সব cancel।
যাই হোক আগামী বছর সকলের জন্য নুতন ভাবে, নতুন আশার আলো নিয়ে আসবে এই কামনা করি। সকলে ভালো থাকবেন।
Bhaskar dey
Co, late nakul chandra dey
MAtigara goverment colony
Darjeeling 7001142707