সাফারি পার্কে ওয়েটিং রুম ও খাবারের ক্যান্টিন, উদ্বোধনে পর্যটন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ পুজোর আগে সাফারি পার্কে আসা পর্যটকদের জন্য দুটো উপহার দিল রাজ্যসরকার। সাফারি পার্কের পর্যটকদের জন্য তৈরী করা হয়েছে ওয়েটিং রুম ও অত্যাধুনিক মানের খাবারের ক্যান্টিন। বৃহস্পতিবার ওয়েটিং রুম আর ক্যন্টিনের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।

এদিন মন্ত্রী গৌতম দেব বলেন, প্রতিবছরের মতো এবারও সাফারি পার্কে আসা পর্যটকদের জন্য ওয়েটিং রুম ও অত্যাধুনিক মানের খাবারের ক্যান্টিন উপহারস্বরূপ তৈরি করে দিয়েছেন। অত্যাধুনিক মানের খাবারের ক্যান্টিন তৈরির জন্য ব্যয় হয়েছে ২০ লক্ষ টাকা এবং ওয়েটিং রুম তৈরি বাবদ ব্যয় হয়েছে ১৪ লক্ষ টাকা। এছাড়া আগামী দিনে বেঙ্গল সাফারি পার্কের উলটো দিকে ৫ কাঠা জমির ওপর তৈরি করা হবে একটি কর্মতীর্থ। সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের দিয়ে নানান হস্ত শিল্প বিক্রির ব্যবস্থা করা হবে।