
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃহস্পতিবার হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি কার্যালয়ে ট্রেড লাইসেন্স নবীকরন শিবির অনুষ্ঠিত হলো। করোনা লকডাউনের জেরে বহু ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স নবীকরন করাতে পারেননি। এই শিবিরের মাধ্যমে তাঁরা সকলে উপকৃত হয়েছেন।

এদিনের ওই শিবিরের অনুষ্ঠানে পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পরিষদ সদস্য কমল আগরওয়ালা, পুরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর নান্টু পাল, মঞ্জুশ্রী পাল প্রমুখ উপস্থিত হয়েছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিজয় গুপ্তা, সাধারণ সম্পাদক সনৎ ভৌমিক, উপদেষ্টা মন্ডলীর সভাপতি তিলক চাঁদ আগরওয়ালা প্রমুখ। সনৎ ভৌমিক জানিয়েছেন, করোনা লকডাউনের জেরে অনেক ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স নবীকরন করাতে পারছিলেন না তাদের কথা ভেবে তাঁরা বেশ কয়েকদিন ধরে পুরসভার কাছে আবেদন করছিলেন। শেষে এদিন শিবির বসে। পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের তরফে কমল আগরওয়ালা বলেন, তারা ট্রেড লাইসেন্স নবীকরন পদ্ধতিকে অনেক সরলীকরণ করেছেন। ওয়ার্ড কো-অর্ডিনেটর নান্টু পাল বলেন, ট্রেড লাইসেন্স নবীকরনকে আরও সরলীকরণ করতে হবে। তাঁরা চান সব ওয়ার্ডে এরকম শিবির হোক।