শিলিগুড়ির কিরনচন্দ্র শ্মশানঘাটে বসছে তৃতীয় বৈদ্যুতিক চুল্লী, ব্যয় এক কোটি ২৫ লক্ষ

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১৫ অক্টোবরঃ শিলিগুড়ির কিরনচন্দ্র শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে গিয়ে মাঝেমধ্যেই দূর্ভোগ পোহাতে হচ্ছে মৃতের পরিজনদের। মাঝেমধ্যেই খারাপ হয়ে যাচ্ছে শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লী। বুধবার সন্ধ্যাতে চুল্লির কিছু প্রযুক্তিগত ত্রুটির কারনে দু-তিন ঘন্টা বন্ধ ছিল মৃতদেহ দাহ। এই পরিস্থিতিতে কিরনচন্দ্র শ্মশানঘাটে আরও একটি চুল্লি বসানোর কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি পুরসভা। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

বর্তমানে কিরনচন্দ্র শ্মশানঘাটে দীর্ঘ ৩০ বছর ধরে রয়েছে ২ টি বৈদ্যুতিক চুল্লি। এতদিন মৃতদেহ দাহ করাতে একটিমাত্র চুল্লিকেই ব্যবহার করা হোত। এবার তৃতীয় চুল্লি বসানোর কাজ শুরু হয়েছে। এরজন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। এই চুল্লিটি চালু হলে মৃতদেহ দাহ করতে অনেকটাই সুবিধা হবে মৃতের পরিজনদের। পাশাপাশি মহানন্দা নদীর পার সৌন্দর্যায়নের জন্য আট লক্ষ টাকা নিজের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন অশোক ভট্টাচার্য।