
বাপি ঘোষ ঃ ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে রুপকথা। কিন্তু বাংলা ভাষার চর্চা করতে ও কখনো ভোলেনি। সময় পেলেই ও লেখালেখি করে, সময় পেলেই ও গান শোনে, গান করে, আবৃত্তি করে।নিজে কবিতাও লেখে। নবম শ্রেণিতে পড়ে রুপকথা। কিন্তু কেন এই সব সৃজন কাজ? রুপকথার জবাব,”এইসব সৃজন কাজ মনকে ভালো রাখে।মনের অনেক স্ট্রেস দূর করে। ”
চিন্তাভাবনা বা প্রতিভা প্রদর্শনে এখানেই থেমে নেই শিলিগুড়ি লেকটাউন নিবাসী রুপকথা চট্টোপাধ্যায়। উৎসবের দিনগুলোয় কারও মুখ যাতে কালো না থাকে তারজন্য সকলকে চিন্তাভাবনা করার আবেদন জানাচ্ছে এই কিশোরী। সিকিমের বন্যা দুর্গত মানুষদের জন্যও ওর ভাবনা রয়েছে। আমরা বড়রা যা অনেক কিছু ভাবি নি এই বয়সেই সেই সংবেদনশীলতার পরিচয় দিচ্ছে এই ক্ষুদে প্রতিভা। শারদীয়া দুর্গোৎসবের ভাবনায় রুপকথা একটি আবৃত্তিও করে শোনালো খবরের ঘন্টার দর্শকদের জন্য।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
