মাত্র ২ বছর ৬ মাস বয়সেই জটিল ফুসফুসের রোগে আক্রান্ত এই শিশু,মানবিক মুখ গৌতম গোস্বামীর

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহর ঘেঁষা ফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মজদূুর বস্তিতে থাকে।মেহেবুব হোসেন।তার বয়স মাত্র ২ বছর ৬ মাস। আর এই বয়সেই সে জটিল ফুসফুসের রোগে আক্রান্ত।মেহেবুবের পরিবার এবং স্থানীয় পঞ্চায়েতের অনুরোধে তার সুচিকিৎসায় সাহায্যের উদ্দেশ্য নিয়েই সোমবার বিকালে তার বাড়িতে উপস্থিত হন এস জে ডি এর বোর্ড সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামী ।গৌতমবাবু বলেন, এই উৎসবের দিনগুলোতে আলোর রোশনাই যাতে মেহেবুবের জীবনেও পড়ে তারজন্য এই মানবিক প্রয়াস। প্রসঙ্গত শিলিগুড়ি ও তার আশপাশের বিভিন্ন স্থানে যেখানেই কোনো দরিদ্র অসহায় মানুষ সমস্যায় বা বিপদে পড়ছেন খবর পেলেই মানবিক মুখ নিয়ে সেই সব পরিবারের পাশে ধারাবাহিকভাবে দাঁড়িয়ে চলেছেন গৌতমবাবু।তাঁর এই মানবিক মুখের তারিফ করছে বিভিন্ন মহল।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—