৩১ বছর পর আবার শিলিগুড়িতে রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ — ১৮ জেলা থেকে আসছেন ১৩০০-র বেশি প্রতিযোগী

নিজস্ব প্রতিবেদন, ১৫ নভেম্বর:
১৯৯৪ সালের পর দীর্ঘ ৩১ বছর— অবশেষে আবার শিলিগুড়িতেই বসতে চলেছে রাজ্য টেবিল টেনিসের জমকালো আসর। আগামী ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে এই মর্যাদাপূর্ণ রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। রাজ্যের ১৮টি জেলা থেকে ১৩০০-রও বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করবে বলে আয়োজকদের কাছ থেকে জানা গেছে।

শিলিগুড়ি বরাবরই দেশের অন্যতম টেবিল টেনিস নগরী । বহু জাতীয় ও আন্তর্জাতিক মানের টেবিল টেনিস খেলোয়াড় এই শহর উপহার দিয়েছে বছরের পর বছর। তাই শহরটিকে দেশের একটি গুরুত্বপূর্ণ টেবিল টেনিস নগরী বললে ভুল হবে না— মনে করেন শিলিগুড়ি নিবাসী প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড়, জাতীয় প্রশিক্ষক, টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি এবং বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পেট্রন সুব্রত রায় ওরফে রাজা। শুক্রবার খবরের ঘন্টা-কে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, “এই শহর প্রতিভার আঁতুড়ঘর। নতুন প্রতিভা অন্বেষণে এই চ্যাম্পিয়নশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে— তা বলাই বাহুল্য।”

চ্যাম্পিয়নশিপের পাশাপাশি আয়োজন করা হবে সম্মাননা পর্বও। পদ্মশ্রী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেবিল টেনিস তারকা মৌমা দাস-সহ একাধিক কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া টেবিল টেনিস জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামল দাস-কে দেওয়া হবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। উল্লেখ্য, সুব্রত রায় হলেন শিলিগুড়ির গর্ব, অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষের স্বামী।

এত বড় আয়োজন সফল করতে উদ্যোক্তারা এখন দিনরাত কাজ করে চলেছেন। শিলিগুড়িতে বহু বছর পর এমন বৃহৎ টুর্নামেন্ট— তাই সকলের নজর শহরের ইন্ডোর স্টেডিয়ামের দিকে। আয়োজকদের বার্তা, শিলিগুড়ির সর্বস্তরের মানুষের সহযোগিতা ছাড়া এই রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সফল করা সম্ভব নয়।