বিশ্ব ডায়াবেটিস দিবসে শিলিগুড়িতে বর্ণাঢ্য ওয়াকাথন: থিম—নো মোর,ডু মোর ফর ডায়াবেটিস অ্যাট ওয়ার্ক।

নিজস্ব প্রতিবেদন,১৫ নভেম্বর:
১৪ নভেম্বর ছিলো বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারে এই বিশেষ দিনের মূল থিম ছিল— নো মোর,ডু মোর ফর ডায়াবেটিস অ্যাট ওয়ার্ক । অর্থাৎ, ডায়াবেটিস সম্পর্কে যত বেশি জানবেন, কর্মক্ষেত্রে তত বেশি সচেতনভাবে জীবনযাপন করতে পারবেন, নিজের ও সহকর্মীদের ভালো রাখতে পারবেন। ডায়াবেটিসের কারণ, নিয়ন্ত্রণ, নিয়মিত চেকআপ— এই জ্ঞান বাড়ানো ও কর্মস্থলে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই থিমের এবারের মূল বার্তা।

দিনটির সূচনা হয় শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে এক বর্ণাঢ্য সচেতনতা ওয়াকাথন দিয়ে। আয়োজক সংগঠন নর্থবেঙ্গল ডায়াবেটিস এওয়ারনেস সোসাইটির উদ্যোগে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ হিরন্ময় পাল, কোষাধ্যক্ষ ডাঃ আশুতোষ ঘোষ, সহ-সভাপতি ডাঃ শীর্ষেন্দু পাল-সহ অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং ট্রেনিং কলেজের অধ্যক্ষা, সেখানকার বহু শিক্ষানবীশ নার্স, এসএসবির বিশেষ ব্যান্ড, কামতাপুরী জনজাতি ও আদিবাসী সাংস্কৃতিক দলের শিল্পীরা।
এছাড়া ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি, দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের সমাজসেবী কমলেশ গুহ, সমাজসেবী সুকান্ত বসু-সহ বহু গণমান্য ব্যক্তিত্ব এই কর্মসূচিতে অংশ নেন।
মুখ্য অতিথি প্রবীণ চিকিৎসক ডাঃ মনোরঞ্জন সাহা এবং আয়োজক সংগঠনের সভাপতি ডাঃ হিরন্ময় পাল এয়ারভিউ মোড় থেকে এই ওয়াকাথনের ফ্ল্যাগ-অফ করেন। শুরু হওয়ার আগে হোটেল চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় দু’জনই ডায়াবেটিসের প্রভাব, সচেতনতার প্রয়োজনীয়তা এবং এবারের থিমের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।
ভোরের শীতল পরিবেশে শুরু হওয়া এই ওয়াকাথন এয়ারভিউ মোড় থেকে ভেনাস মোড়, বিধান রোড, পানিট্যাঙ্কি মোড় ও সেবক রোড ঘুরে আবার এয়ারভিউ মোড়ে ফিরে আসে। শহরের ভোরের পথিকেরাও আগ্রহ নিয়ে এই সচেতনতা শোভাযাত্রা উপভোগ করেন।
ওয়াকাথন শেষে লাইফস্টাইল হোটেল চত্বরে নর্থবেঙ্গল ডায়াবেটিস এওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড সুগার টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় ডায়াবেটিস সচেতনতামূলক আলোচনা সভা এবং নার্সদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির।
নর্থবেঙ্গল ডায়াবেটিস এওয়ারনেস সোসাইটির এই উদ্যোগ শহর জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আগামী বছর— ২০২৬ সালেও এই সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।