উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু ইয়েলো ফিভার টিকাকরন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদনঃ মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল ইয়েলো ফিভার টিকাকরন কেন্দ্র। এদিন সেখানকার কমিউনিটি মেডিসিন বিভাগে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্যের হাত দিয়ে চালু হয় ওই কেন্দ্র। অনুষ্ঠানে সুপার ডাঃ কৌশিক সমাজদার, ডাঃ অমিতাভ মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতি মঙ্গলবার এই টিকা দেওয়া হবে সকাল সাড়ে দশটা থেকে। মূলত আন্তর্জাতিক পর্যটকদের জন্যই এই টিকা। ইয়েলো ফিভার যাতে ছড়িয়ে না পড়ে তারজন্যই ওই ব্যবস্থা। বলা চলে উত্তর পূর্ব ভারতে এইরকম টিকাকরন কেন্দ্র এই প্রথম। এতদিন উত্তরবঙ্গের মানুষ আফ্রিকা বা দক্ষিন আফ্রিকা ভ্রমণের সময় কলকাতায় গিয়ে এই টিকা নিয়ে আসতেন। আর সমীক্ষা বলছে, উত্তরবঙ্গ থেকে চল্লিশ শতাংশ মানুষ কলকাতা অঞ্চলে গিয়ে ইয়েলো ফিভারের টিকা নিতেন। এখন তাদের সেই হয়রানি কমলো।