বিয়ের কেনাকাটাও জমে উঠেছে এই বুটিকে,নতুন বছরেও থাকছে অনেক চমক

নিজস্ব প্রতিবেদন : বিয়ের মরশুম চলছে। বিয়ের মরশুমেও ইউনিক সব শাড়ির কালেকশন নিয়ে বিয়ের বাজারও মাত করে দিচ্ছে শিলিগুড়ি লেকটউন শ্রী মা সরনীর স্বর্নালি বুটিক। সম্প্রতি দুর্গা পুজো এবং কালী পুজো শেষ হয়েছে। পুজোর সাজে নিজেকে আকর্ষণীয় করে তুলতে স্বর্নালি বুটিকের শাড়ি কিনতে অনেকেই ভিড় জমিয়েছেন লেকটাউনের সানরাইজ ক্লাব লাগোয়া শ্রী মা সরনিতে। এখন বিয়ের মরশুমে কনের শাড়ি থেকে উপহার দেওয়ার জন্য সুন্দর সুন্দর সব শাড়ি নিয়ে কিন্তু সকলের মন কাড়ছে স্বর্নালি বুটিক। এই বুটিকের প্রধান কর্নধার লাভলি দেব সকলকে বড় দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন,নতুন বছরেও তাদের সুন্দর সুন্দর সব শাড়ির চমক থাকছে। তার সঙ্গে কেনাকাটার ওপর নানারকম গিফটতো থাকছেই।
সবসময়ই নিজস্ব উদ্ভাবনী প্রতিভা দিয়ে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নেন লাভলিদেবী।তাঁর স্বর্নালি বুটিক থেকে ইউনিক শাড়ির সব কালেকশন সংগ্রহ করতে শুধু শিলিগুড়ি নয়,উত্তর বঙ্গের বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও অনেকেই অনলাইনে শাড়ি বুক করছেন। সেখান থেকে শাড়ি কেনার অভিজ্ঞতা সকলেরই ভালো। কিন্তু নতুন বছরে নতুন নতুন সব চমক নিয়ে যে তিনি তৈরি হচ্ছেন তা এখনই প্রকাশ্যে বলতে রাজি নন লাভলিদেবী।তিনি বলেন, নতুন বছর আসুক, সবাই দেখতে থাকুন।নজর রাখুন স্বর্নালি বুটিকের প্রতি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—