হস্ত শিল্পের মাধ্যমে স্বনির্ভরতার ব্যতিক্রমী নজির আইভিদেবীর

নিজস্ব প্রতিবেদনঃসম্প্রতি তাঁর স্বামী প্রয়াত হয়েছেন। ঘরে আছে দুই সন্তান। তারমধ্যে এক শিশু মানসিক ও শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন।তারপরও হেরে যেতে চান না আইভি মুখোপাধ্যায়। হস্ত শিল্পের কাজ দিয়ে তিনি রীতিমতো নজির তৈরি করেছেন। শিলিগুড়ি চার্চ রোডের সানডে হাটে প্রতি রবিবার তিনি তাঁর হাতে তৈরি সামগ্রী নিয়ে উপস্থিত হচ্ছেন। কোনো মহিলা হাতের কাজের মাধ্যমে স্বনির্ভর হতে চাইলে আইভিদেবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

কুরুশ সুতো দিয়ে তিনি এই শীতের মরশুমে তৈরি করেছেন গরম টুপি,স্কার্ট, পঞ্চু প্রভৃতি। তাছাড়াও তৈরি করেছেন টেবিল ম্যাট, পোস্টার। ফেলে দেওয়া প্লাস্টিক, কাগজ দিয়েও তিনি বিভিন্ন রকম হাতের কাজের নমুনা তৈরি করছেন। বহু মানুষ সানডে হাটে এসে তাঁর কাছে হাতের কাজের অর্ডার দিচ্ছেন। আইভিদেবী বলেন, ছোট বেলা মা’কে দেখে দেখে হাতের কাজ শিখেছি। এখন তা নেশা ও পেশায় পরিনত।