শিলিগুড়ি মধ্য চয়নপাড়ায় চলছে পানীয় জলের অপচয়

নিজস্ব প্রতিবেদনঃ করোনা আমাদের পরোক্ষভাবে বার্তা দিয়েছে যে পরিবেশ নিয়ে সকলকে ভাবতে হবে। কিন্তু মুখে বললেও আমার পরিবেশ নিয়ে কতটা সচেতন? এই ধরুন পানীয় জলের অপচয়। পানীয় জলের অপচয় বন্ধের কথা আমরা বারবার মুখে বললেও বাস্তবে কতটা সচেতন? অন্তত শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্য চয়নপাড়ার রমনি সাহা মোড়ে গেলে আপনি সবসময় দেখবেন ট্যাপ কল থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। দিনরাত চলছে জলের অপচয়। জলের এই অপচয় কে বন্ধ করবে? স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।