
নিজস্ব প্রতিবেদনঃউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শনিবার করোনার টিকা নিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য সহ তার স্ত্রী ডাঃ সঙ্গীতা ভট্টাচার্য।শনিবার সকাল থেকেই সব জায়গার পাশাপাশি মেডিক্যাল কলেজেও সকাল সাড়ে দশটা থেকে টিকা দেওয়া শুরু হয়।স্বাস্থ্যকর্মী সহ এম্বুলেন্স চালকরা টিকা নেন।তবে টিকা নিয়ে বেশ সুস্থ রয়েছেন রুদ্রনাথ ভট্টাচার্য সহ তার স্ত্রী।

ডাঃ সঙ্গীতা ভট্টাচার্য বলেন, কোনওরকম কোনও অসুবিধা নেই, বেশ ভালো আছি।আমি আবেদন করব সকলেই যাতে সময়মত টিকা নিয়ে নেন।অন্যদিকে এবিষয়ে করোনার দায়িত্বে থাকা ওএসডি ডাঃ সুশান্ত রায় বললেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সাড়ে দশটায় আমরা শুরু করেছি।এখানে যারা যারা নিয়েছেন সকলেই সুস্থ রয়েছেন।চিকিৎসকরা সবার আগে এগিয়ে এসেছেন টিকা নেওয়ার জন্য।তবে সবাই একসাথে নেবেনা ধাপে ধাপে সকলে নেবে।আপাতত সকলেই ভালো আছেন।কিন্তু ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য ও তার স্ত্রী ডাঃ সঙ্গীতা ভট্টাচার্য টিকা নেওয়ায় অনেকেই সাহস পাবেন টিকা নেওয়ার জন্য।এই টিকা নিলে কোনও অসুবিধা নেই তাই সকলের নেওয়া উচিত।এদিকে এই টিকাকরণ উপলক্ষ্যে গোটা মেডিক্যাল বেলুন দিয়ে সাজানো হয়েছিল।
অপরদিকে শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে করোনা টিকার প্রথম পর্যায়ের ডোজ দেওয়া হয়।স্বাস্থ্য বিভাগের যারা প্রথম শ্রেনীর যোদ্ধা তাদেরই এখন এই টিকা দেওয়া হচ্ছে।