
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার সনাতনী সংস্কৃতির অন্যতম একটি পার্বন পৌষ সংক্রান্তি। ফাস্ট ফুড এর দাপাদাপিতে অবশ্য বেশ চাপের মধ্যে ঐতিহ্যের পিঠেপুলির উৎসব।
তবুও কিছু মানুষ যুগ যুগান্তর থেকে চলে আসা এই সংক্রান্তির রীতিনীতি অনুসরণ করে চলেছেন। শুধু তাই নয় মৃত্যুর আগ পর্যন্ত পূর্ব পুরুষদের এই প্রথাকে এগিয়ে নিয়ে যাবার কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন কেউ কেউ, এমনই একজন হলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া দক্ষিণ নাজিরপাড়া গ্রামের গৃহবধূ শেফালী রায়।
রবিবার কাকভোরে প্রথা অনুযায়ী ঘরে আলপনা এঁকে বাস্তু ভিটে পয়পরিষ্কার করে সংক্রান্তির স্নান সেরে বসেছেন পিঠে পুলি তৈরির ঘরোয়া আয়োজনে।
শেফালী দেবী জানান, এখন ঘরের সবাই বিভিন্ন কাজে ব্যাস্ত থাকে,, তাঁদের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না পৌষ পার্বনের দিনে রকমারি পিঠে পুলি পায়েস তৈরির।
তাই একাই ধরে রেখেছেন সনাতনী সংস্কৃতির এই পবিত্র ধারাকে।
