নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন মাটিগাড়ার পালপাড়া মোড়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বালাসন সাব ট্রাফিক গার্ড অফিস। এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, ডেপুটি পুলিশ কমিশনার ইস্ট রাকেশ সিং, সহ ট্রাফিক বিভাগ ও মেট্রোপলিটন পুলিশের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।
ফিতা কেটে নতুন ভবনে প্রথম প্রবেশ করেন পুলিশ কমিশনার। এই সাব ট্রাফিক গার্ড অফিস থেকে মাটিগাড়া থানার অন্তর্গত জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আশপাশের গুরুত্বপূর্ণ এলাকার যান চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সামাজিক দায়বদ্ধতার নজিরও তুলে ধরেন ট্রাফিক বিভাগ। এদিন স্থানীয় শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের উদ্যোগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
নতুন এই ট্রাফিক অফিসের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়

