নিপা ভাইরাস ঘিরে রাজ্যজুড়ে সতর্কতা, জলপাইগুড়িতেও শুরু স্বাস্থ্য দফতরের সচেতনতা অভিযান

  1. নিজস্ব প্রতিবেদক :
    গোটা রাজ্য জুড়ে নিপা ভাইরাসকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। একাধিক জায়গায় নিপা সংক্রমণের সন্দেহভাজন ব্যক্তির খোঁজ মেলায় সতর্ক অবস্থান নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এর প্রভাব পড়েছে জলপাইগুড়িতেও। মারাত্মক এই ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে আতঙ্ক ছড়াচ্ছে।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. অসীম হালদার জানান, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশ মেনেই গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। তিনি বলেন, “কোনও ধরনের সংক্রমণের খবর পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিপা-সহ অন্যান্য ভাইরাসজনিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য দফতর সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।”

নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম ও শহরের একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা প্রচার শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। পাটকাতা কলোনি-সহ বিভিন্ন এলাকায় এই সচেতনতা অভিযানের ছবি চোখে পড়েছে। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

এছাড়াও বাদুড়ের সংস্পর্শ এড়িয়ে চলার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। বাদুড়ের খাওয়া বা কামড় দেওয়া ফল না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কাঁচা বা খোলা ফল এড়িয়ে চলা, নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা।

উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বাদুড়ের উপস্থিতি লক্ষ্য করা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের তরফে নেওয়া সচেতনতা কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।