ব্যতিক্রমী উদ্যোগ শিলিগুড়িতে, দৃষ্টিহীনদের সঙ্গে দাবা প্রতিযোগিতা সাধারণদের

নিজস্ব প্রতিবেদনঃ ব্যতিক্রমী উদ্যোগ শিলিগুড়িতে। দৃষ্টিহীনদের সঙ্গে সাধারণদের দাবা প্রতিযোগিতা। কৃষ্ণমায়া নেপালি মেমোরিয়াল হাইস্কুলে সোমবার ওই প্রতিযোগিতা হয়। শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিক ফাউন্ডেশন টীম এই প্রতিযোগিতার আয়োজন করে। সহযোগিতা করে দার্জিলিং জেলা দাবা সংস্থা।

ইউনিক ফাউন্ডেশন টীমের সমাজসেবী শক্তি পাল জানিয়েছেন, কলকাতা থেকে ৫০ জন দৃষ্টিহীন এই প্রতিযোগিতায় অংশ নিতে আসে। তাদেরকে শংসাপত্র, পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ দৃষ্টিহীনদের সঙ্গে অংশ নেয়। মূলত দৃষ্টিহীনদের উৎসাহিত করা এবং তাদেরকে মূল স্রোতে রাখার ভাবনা থেকেই এই ধরনের আয়োজন।