জলপাইগুড়িতে ব্যতিক্রমী বিয়ে, দুঃস্থদের মধ্যে কম্বল বিতরন নবদম্পতির

নিজস্ব প্রতিবেদনঃবিয়ের অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে দুঃস্থ মানুষ‌দের মধ‍্যে কম্বল ও মিষ্টি বিতরণ করলেন জলপাইগুড়ি‌র বাসিন্দা নবদম্পতি। চা-বাগান সহ বিভিন্ন এলাকার মানুষ‌দের হাতে মাস্ক‌ও তুলে দিয়েছেন তারা।

জলপাইগুড়ি শহরের কদমতলা মিউসিপালটি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা স্নেহাশিস রায় ও পাণ্ডাপাড়া‌র বাসিন্দা চয়নিকা আচার্যের বিয়ে হয়। আগে থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ের বাড়তি খরচ না করে দুঃস্থ মানুষ‌দের জন্য কিছু করবেন তাঁরা। সেই অনুযায়ী নবদম্পতি মিলে প্রচুর সংখ্যক অসহায় মানুষের হাতে কম্বল, মিষ্টি ও মাস্ক তুলে দেন। পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের হাতে মিষ্টির প‍্যাকেট তুলে দেন তাঁরা।স্নেহাশিস ও চয়নিকার বিয়ে উপলক্ষে এই সহায়তা পেয়ে সকলেই খুব খুশি হন। তারা আশীর্বাদ করেন নবদম্পতিকে।